• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাঙামাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব পালিত

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৩, ৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
রাঙামাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব পালিত

রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেলে রাঙামাটি শ্রী শ্রী গীতাশ্রম মন্দির ও বনরূপা রাধা রাসবিহারী ধাম থেকে  শত শত মহিলা-পুরুষ ও শিশু ভক্তদের সমন্বয়ে দুটি পৃথক বিশাল উল্টা রথ যাত্রা বের করা হয়। 

এদিকে সকাল থেকে দুটি মন্দিরে শত শত ভক্ত বৃন্দ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। জগন্নাথ দেবের পূজা, নাম সংকীর্তন ও জগন্নাথ দেবের ভোগ আরতির মধ্যে দিয়ে শেষ হয়। 
পরে মন্দিরে মন্দিরে মহা প্রসাদ বিতরণ করা হয়। 

পরে মঙ্গলারতির মধ্যে দিয়ে উল্টো রথযাত্রার সুচনা করা হয়। রাঙামাটি রাসবিহারী ধামে অধ্যক্ষ শ্রীমৎ নিতাই নুপুর দাশ মঙ্গল আরতি প্রদান করেন। পরে রথের সম্মুখে মঙ্গলারতির নারিকেল ভেঙ্গে উল্টো রথযাত্রার উদ্বোধন করে।

এদিকে শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে উল্টো রথযাত্রার উদ্বোধন করেন শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরর পুরোহিত শ্রী পুলক চক্রবর্তী। এ সময় শ্রী শ্রী গীতাশ্রম মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিকালে রাঙামাটি বনরূপা রাধা রাসবিহারী ধাম থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে ভক্তবৃন্দরা রাঙ্গাপানি এলাকায় রাধা রাস বিহারী ধামের মুল মন্দিরে নিয়ে যায়। অন্য দিকে শ্রী শ্রী গীতাশ্রম মন্দির (মাসির বাড়ী) থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে গৌর নিতাই আশ্রম নিজ গৃহে নিয়ে যায় বক্তবৃন্দরা। 

পৃথক পৃথক দুটি মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে ভক্ত কুলের নর নারীরা জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে বলে রথের দরি টেনে টেনে নিজ গৃহে নিয়ে যায় প্রভুদেরকে। এসময় ভক্তবৃন্দরা হরি নাম কীর্ত্তন করে করে রাস্তায় মাতিয়ে তোলে। 

এই উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে ৯ দিন ব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রার সমাপ্তি ঘটে। ভক্তবৃন্দরা চোখের জলে ভগবান জগন্নাথ দেব, বলরাম, শুভদ্রাকে বিদায় দেয় আগামী বছর আবারো কাছে পাওয়ার আশায়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2