• NEWS PORTAL

  • শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রিহ্যাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

প্রকাশিত: ২০:৪৮, ৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রিহ্যাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে সংগঠনটি রাজধানীতে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর রিহ্যাব সচিবালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া, রিহ্যাব প্রেস এ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রিহ্যাব পরিচালক মুহাম্মদ লাবিব বিল্লাহ্, রিহ্যাব পরিচালক এমদাদুল হক, মোবারক হোসেন, ড. মোহাম্মদ হারুন অর রশিদ, উম্মে জাহান আরজুসহ অন্যান্য নেতৃবৃন্দ, ডেভেলপার কোম্পানির মালিক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন রিহ্যাব পরিচারক ড. হারুন অর রশিদ। তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির মুক্তির দিশারি। তিনি ছিলেন শান্তি, ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ন্যায়ের প্রতীক। তার জীবনাদর্শ অনুসরণ করলেই বিশ্বে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি আরো বলেন, আবাসন খাতসহ ব্যবসা-বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতার চর্চা করা প্রয়োজন, যা প্রিয়নবীর (সা.) শিক্ষা থেকে আমরা পাই। তিনি মুহাম্মদ (সা.) এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। 

রিহ্যাব এর সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া বলেন, হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির মুক্তির পথপ্রদর্শক। তিনি শান্তি, ন্যায়বিচার, ভ্রাতৃত্ব ও মানবতার প্রতীক। তার জীবন ও শিক্ষার আদর্শ ধারণ করলেই সমাজে সত্যিকারের ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব।

রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান তার বক্তব্যে বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের জন্য শুধু আনন্দের দিন নয়, শিক্ষা গ্রহণের দিন। আমরা চাই আবাসন খাতে ব্যবসায়ীরা প্রিয়নবীর (সা.) দেখানো ন্যায় ও সততার আদর্শকে লালন করবেন। আবাসন খাতসহ প্রতিটি ক্ষেত্রে ব্যবসায়ীরা যদি প্রিয়নবীর (সা.) ন্যায় ও সততার আদর্শকে অনুসরণ করেন, তবে এ খাত আরও স্বচ্ছ ও টেকসই হবে।

পবিত্র কোরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন রিহ্যাব পরিচারক ড. হারুন অর রশিদ। তিনি দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য এবং আবাসন খাতের সুষ্ঠু উন্নতির জন্য দোয়া করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য তাবারুক বিতরণ করা হয়।

বিভি/কেএস/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2