• NEWS PORTAL

  • বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

মসজিদ আল হারাম এবং মসজিদে নববিতে যেতে পারবেন বিদেশিরা

প্রকাশিত: ১৪:২৮, ১৪ নভেম্বর ২০২১

আপডেট: ১৫:৩৫, ১৪ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
মসজিদ আল হারাম এবং মসজিদে নববিতে যেতে পারবেন বিদেশিরা

ফাইল ছবি

সৌদি আরবের তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্তৃপক্ষের সহযোগিতায় দেশটির ওমরাহ এবং হজ মন্ত্রণালয় বিদেশিদের দুই পবিত্র মসজিদে যাওয়ার অনুমতি দিয়েছে। এখন থেকে বিদেশিরা ওমরাহ পালন এবং ইবাদতের জন্য মক্কার মসজিদ আল হারাম ও মদিনার মসজিদে নববিতে যেতে পারবেন।

প্রিয় নবী হযরত মুহাম্মদ সা.-এর রওজাও জিয়ারত করতে পারবেন তাঁরা। আরব নিউজ আজ রবিবার (১৪ নভেম্বর) এই সংবাদ জানিয়েছে।

আরও পড়ুন:
ওমরাহ পালনে আবার শর্ত পালটালো সৌদি আরব

১৭ নভেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

সৌদি আরবের ওমরাহ এবং হজ মন্ত্রণালয় জানিয়েছে, ইটমার্না ও তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে এই সেবা দেওয়া হবে। কুদ্দুম ব্যবস্থার মাধ্যমে নিবন্ধনের পরই এই সেবা পাওয়া যাবে। সৌদি কর্তৃপক্ষ ও দেশটির হজ মন্ত্রণালয় এসব অ্যাপ আপডেট করারও পরামর্শ দিয়েছে।

গত ১৬ অক্টোবর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে করোনা’র জন্য আরোপিত সব বিধি-নিষেধ শিথিল করেছে। এরই আওতায় ওমরাহ হজ পালন এবং ইবাদতের জন্য মক্কার মসজিদ আল হারাম ও মদিনার মসজিদে নববিতে অবস্থান করার বিষয়ে করোনাকালীন নির্দেশিত কঠোর বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছে। এখন ধারণক্ষমতা অনুসারে মক্কার মসজিদ আল হারাম এবং মদিনার মসজিদে নববিতে স্বাভাবিক কার্যক্রম চলবে।

আরও পড়ুন:
এবার টি-২০ সিরিজ বাতিল করলো বাংলাদেশ

অপু বিশ্বাসসহ একঝাঁক তারার মেলায় বিউটি ও স্কিন কেয়ার উদ্বোধন

সূত্রঃ আরব নিউজ

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: