• NEWS PORTAL

  • বুধবার, ০৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে মাঝারী বৃষ্টিপাত, নাগরিকদের দুর্ভোগ

প্রকাশিত: ১৯:৩৩, ২ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
চট্টগ্রামে মাঝারী বৃষ্টিপাত, নাগরিকদের দুর্ভোগ

ফাইল ছবি

উত্তর বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে চট্টগ্রামে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। তবে বিকাল ৩টার পর বৃষ্টিপাত কিছুটা বড়েছে। ফলে মহানগরীর কিছু এলাকায় পানি জমে যায়। বৃষ্টিপাত ও পানি জমার কারণে বিকালে অফিস ফেরত লোকজনকে দুর্ভোগ পোহাতে হয়। 
  
চট্টগ্রাম  আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৬১.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৪৮ মিলিমিটারই হয়েছে বিকাল ৩টা থেকে ৬টার মধ্যে । 

আগামীকালও বৃষ্টিপাত সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাত অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এদিকে  মাঝারী বৃষ্টিপাতের কারণে নগরবাসীকে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। দিনের কাজ শেষে বিকালে বাসায় ফেরার পথে বৃষ্টির কবলে পড়েন অনেকে। যানবাহন চলাচলও কমে যায়। কোথাও কোথাও পানি জমার কারণে সাময়িক সময়ের জন্য যানবাহ চলাচলেও বিঘ্ন ঘটে। তবে বৃষ্টি থামার পর সড়কে জমা পানি নেমে যায়। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2