• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২৮ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম টানেল

প্রকাশিত: ১৬:২৫, ১২ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
২৮ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম টানেল

আগামী ২৮ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রামের কর্নফূলীর নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে টানেলের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি আগামী ২৮ অক্টোবর উদ্বোধনের পর ২৯ অক্টোবর সবার চলাচলের জন্য খুলে দেয়া হবে।

সভায় বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন। আগামী ২৮ সেপ্টেম্বর টানেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন জানিয়ে সবাইকে একযোগে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

বিভি/রিসি

মন্তব্য করুন: