• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সংস্কার প্রস্তাব বাস্তবায়নে গণমাধ্যমকে অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখার আহ্বান

প্রকাশিত: ১৯:৪২, ৮ মে ২০২৫

আপডেট: ১৯:৪২, ৮ মে ২০২৫

ফন্ট সাইজ
সংস্কার প্রস্তাব বাস্তবায়নে গণমাধ্যমকে অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখার আহ্বান

বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নে গণমাধ্যমকে অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা। বৃহস্পতিবার (৮ মে) জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটে আয়োজিত কর্মশালায় এই আহ্বান জানান তিনি।

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট। এতে সহযোগিতা করে ইউএনডিপি, সুইডিশ দূতাবাস ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট। 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা বলেন, প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কারের যে রোডম্যাপ ঘোষণা করেছেন, তার অনেকগুলোই বাস্তবায়ন হয়েছে। পৃথক সচিবালয়সহ কয়েকটি বিষয় প্রক্রিয়াধীন।

দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক মো. কাউসার আহাম্মদ। কর্মশালায় ইউএনডিপি বাংলাদেশের আইন, বিচার ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা রোমানা শোয়েগার, ইউএনডিপি বাংলাদেশের সহকারি আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক এবং গণমাধ্যম ইনস্টিটিউটের প্রশিক্ষণ অনুষ্ঠান বিভাগের পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ বক্তব্য দেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: