• NEWS PORTAL

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

সিঙ্গাপুরের দৃশ্য এখন বাংলাদেশে দেখা যায়: পাইকগাছা থানার ওসি

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৩, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
সিঙ্গাপুরের দৃশ্য এখন বাংলাদেশে দেখা যায়: পাইকগাছা থানার ওসি

পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম

‘যে স্বপ্ন বাংলাদেশ কখনো দেখতে পারেনি, সে স্বপ্ন দেখিয়েছেন শেখ হাসিনা। যে স্বপ্নের কথা বাংলাদেশ কখনো ভাবতে পারেনি, সে স্বপ্ন বাস্তবে রূপান্তর করেছে শেখ হাসিনার সরকার। সুতরাং উন্নয়নের কথা বলে বাজিমাত করার কোনো কারণ নেই। বাস্তবে যদি বাংলাদেশকে দেখেন তাহলে সিঙ্গাপুরের দৃশ্য এখন বাংলাদেশে দেখা যায়।’

রবিবার (১৭ সেপ্টেম্বর) পাইকগাছা উন্নয়ন মেলায় এমন বক্তব্য দেন খুলনা জেলার পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম। জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষ্যে আয়োজিত  আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি উন্নয়নের রূপরেখা তুলে ধরতে পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলসহ বিভিন্ন মেগাপ্রকল্পের কথা বলেন। বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় মাথা বাস্তবায়িত হয়েছে পদ্মাসেতু। শুধু তাই নয়, দেশের প্রতিটা গ্রামে গ্রামে উন্নয়নের ফিরিস্তি দেখা যায় বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকারের উন্নয়ন দেখতে তিনি সবাইকে নিজ নিজ এলাকার দিকে তাকাতে বলেন। অন্য সরকারের আমলের চেয়ে বর্তমান সরকারের আমলে কতটা পরিবর্তন হয়েছে তা খুঁজে বের করার জন্য আহ্বানও জানান তিনি। তার এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে চলছে নানান আলোচনা-সমালোচনা

বিভি/এ.জেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত