• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে অগ্নিকাণ্ড: মারা গেলেন দগ্ধ সবাই 

প্রকাশিত: ১৪:৫১, ২৭ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
নারায়ণগঞ্জে ফ্ল্যাটে অগ্নিকাণ্ড: মারা গেলেন দগ্ধ সবাই 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন চিকিৎসাধীন সবাই। সবশেষ হাসিনা মমতাজ (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এ ঘটনায় এই নিয়ে দগ্ধ চার জনেরই সবাই মারা গেলেন। এই তথ্য জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।

তিনি বলেন, হাসিনা মমতাজের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এর আগে আরও তিন জন মারা গেছেন। তারা হলেন– সায়মা আক্তার (৪০), কানিজ খাদিজা নিপা (৩৯) ও সোহান (৪৫)।

গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার সদর উপজেলার দীঘিরপাড়ে একটি ভবনের চতুর্থ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মা-মেয়েসহ ওই চার জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

বিভি/টিটি

মন্তব্য করুন: