• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফেনীতে বিজিবি’র ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২১:৫১, ৩১ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
ফেনীতে বিজিবি’র ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

ছবি: বিজিবি’র ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি ফেনী ব্যাটালিয়ন দুস্থ ও অসহায় এক’শ মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে। রবিবার (৩১ মার্চ) বিকালে ফেনলি দাগনভূঞা উপজেলাস্থ সিলোনীয়া হাই স্কুল  মাঠে বিজিবি ফেনীর  উপ অধিনায়ক বিজিবি’র মেজর মো. নাজমুস সাকিব খান অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিজিবি সূত্র বলছে, মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে বিজিবি। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও বিপন্ন মানুষের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ। এই মহতি উদ্যোগের অংশ হিসেবে বিজিবি-৪ অধীনস্থ ফেনী  ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায়ও দুস্থ দরিদ্রদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস এবং এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সাথে ইফতার ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজিবি কর্মকর্তারা জানান।

বিভি/এমআর

মন্তব্য করুন: