• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঈদের ছুটি এবং পহেলা বৈশাখে চট্টগ্রাম মহানগরীতে তিন স্তরের নিরাপত্তা

প্রকাশিত: ১৫:১০, ৮ এপ্রিল ২০২৪

আপডেট: ১৫:১১, ৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ঈদের ছুটি এবং পহেলা বৈশাখে চট্টগ্রাম মহানগরীতে তিন স্তরের নিরাপত্তা

ঈদের ছুটি এবং পহেলা বৈশাখকে ঘিরে চট্টগ্রাম মহানগরীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকার কথা বলেছে চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপি। সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় সোমবার (৮ এপ্রিল) দুপুরে সিএমপি কার্যালয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠককালে এ কথা বলেন। 

এ সময় সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ঈদের ছুটি এবং পহেলা বৈশাখকে ঘিরে চট্টগ্রাম মহানগরীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। খারাপ কিছু ঘটবে আশা করেন না তিনি। 

সিএমপি কমিশনার বলেন, খুব কম সংখ্যক পুলিশ সদস্য ঈদের ছুটিতে যাবেন। যারা যাবেন তাদের বেশিরভাগ আবার পহেলা বৈশাখের আগে ফিরে আসবেন। 

এদিকে ঈদুল ফিতরের ছুটিতে ফাঁকা বাসা, ব্যাংকসহ বন্ধ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় ১২টি নির্দেশনা দিয়েছে সিএমপি। তাতে বাসার নিরাপত্তায় দরজায় অধিক তালার ব্যবহার করা, নগদ অর্থ বা স্বর্ণালংকার ফাঁকা বাসায় রেখে না যাওয়া, সিসিটিভি ক্যামেরা ও অ্যালার্ম সিস্টেমের মতো প্রতিরোধমূলক ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া, অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করার কথা বলা হয়।

বিভি/রিসি

মন্তব্য করুন: