• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আশুলিয়ার কিছু কারখানায় এখনো চলছে শ্রমিক বিক্ষোভ

প্রকাশিত: ১২:২৭, ৪ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
আশুলিয়ার কিছু কারখানায় এখনো চলছে শ্রমিক বিক্ষোভ

ছবি: আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও কিছু কিছু কারখানায় আজ আবার শ্রমিকরা বিক্ষোভ করছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করে ১৮ দফা দাবি বাস্তবায়নের বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।

এক পর্যায়ে কারখানা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় তারা। এতে  যানবাহন চলাচল বন্ধ হয়ে। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে, নাসা সুপার ওয়াশ লিমিটেডের মালিকপক্ষ জানিয়েছে,  শ্রমিকদের নির্দিষ্ট কিছু দাবি মেনে নেয়ায় তারা কাজে যোগ দিয়েছেন।

কারখানা কর্তৃপক্ষ বলছে- সম্প্রতি বহিরাগত একটি গ্রুপের গোলযোগের কারণে কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় তারা। সেনাবাহিনী এসে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোমবার রাত থেকেই শিল্পাঞ্চলে পুলিশ ও শিল্প পুলিশ যৌথ অভিযানে নেমেছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2