এনসিপির বিক্ষোভকে কেন্দ্র করে ইসিতে নিরাপত্তা জোরদার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২১ মে) সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নেয় পুলিশ। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড। পুলিশের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, র্যাব এবং সেনা সদস্যদের রয়েছে সতর্ক উপস্থিতি।
এর আগে মঙ্গলবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান জটিল পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকাই দায়ী।
এসময় নির্বাচন কমিশনকে ত্রুটিপূর্ণ মন্তব্য করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে স্থানীয় সরকার নির্বাচনের বিকল্প নেই। জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার পর স্থানীয় সরকার নির্বাচন দেয়ার দাবিও জানান তিনি।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি দলের ও প্রার্থীর পক্ষ নিচ্ছে। বিএনপির কাছ থেকে যতটুকু ম্যাচিউরিটি দরকার তা পাওয়া যাচ্ছে না বলেও তারা মন্তব্য করেন। নির্বাচন কমিশনের সামনের বিক্ষোভ কোন পাল্টা কর্মসূচি নয় বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ ও শক্তিশালীকরণ বলেও জানান এনসিপি নেতারা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: