খাগড়াছড়িতে বিদ্যালয় উদ্বোধন ও দুর্যোগ মোকাবিলায় নৌযান হস্তান্তর
খাগড়াছড়ির ভাইবোনছড়ার দুর্গম ৭নং প্রকল্প গ্রামে ৩৫ লাখ টাকার জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত রাধামন কলক কালেক্টর উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন ও বন্যাসহ দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের কাছে দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় ত্রাণবাহী ২টি নৌযান হস্তান্তর করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। রবিবার (৬ জুলাই) পৃথক অনুষ্ঠানে তিনি ওই উদ্বোধন ও হস্তান্তর করেন।
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার ৭নং প্রকল্প এলাকাটি মূলত পাহাড়ি অধ্যুষিত। এখানে গ্রামসহ ১৬টি গ্রামের আশপাশে প্রায় ১২ কিলোমিটারের মধ্যে কোনো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় না থাকায় প্রাথমিক পাশ করার পর অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ে। এ ঝড়ে পড়া রোধ করতে সম্প্রতি খাগড়াছড়ি জেলা প্রশাসন ৩৫ লাখ ব্যায়ে ৭নং প্রকল্প গ্রামে পাঁচ একর জমির উপর একটি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ করেন।
শিক্ষক নিয়োগসহ যাবতীয় কার্যক্রম শেষে আগামী ২০২৬ সাল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম চালু হবে জানিয়েছেন জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এমন দুর্গম এলাকায় মাধ্যমিক বিদ্যালয় নির্মিত হওয়ায় এতে খুশি স্থানীয়রা।
প্রতি বছর বন্যা খাগড়াছড়ি শহর পানিয়ে নীচে তলিয়ে যায়। ঘটে প্রাণহানী ও ক্ষতি হয় সম্পদের। এমনি প্রেক্ষাপটে জেলাবাসীর দাবী ছিল নৌযানের। জেলা প্রশসানরে উদ্যোগে নির্মিত দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় ত্রানবাহী ২টি নৌযান হস্তান্তর করেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।
এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজান উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সুজন চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বিভি/এমআর
মন্তব্য করুন: