তিন দফা দাবিতে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গের চেষ্টা

ছবি: সংগৃহীত
তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুরে বিডিআর সদস্যরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টাকালে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন পুলিশসহ বেশ কয়েকজন সাবেক বিডিআর সদস্য। আটক করা হয়েছে কয়েকজনকে।
স্থানটিতে ১৪৪ ধারা জারি থাকায় আন্দোলনকারীদের সরে যেতে ১০ মিনিট সময় দেয় পুলিশ। আন্দোলনকারীরা উঠে যেতে না চাইলে বল প্রয়োগ শুরু করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বেশ কয়েকজন আহত হয় এবং আটকও করা হয় কয়েকজনকে।
এর আগে, সোমবার সাড়ে এগারোটার দিকে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার দিকে রওনা হয় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পরে পুলিশের বাধায় কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেন তারা।
গেলো ১৬ বছরের অমানবিক জীবন যাপনের কথা জানান তারা। আশ্বাস নয়, এবার দাবি বাস্তবায়ন করে রাজপথ ছাড়ার ঘোষণা তাদের।
বিভি/এসজি
মন্তব্য করুন: