শেফালিকা ত্রিপুরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক পরিপত্রে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন-এর ১৪ ধারায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, খারাপ আচরণ, ঘুষ বাণিজ্য ও চরম দূর্নীতির অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকতে সোমবার (৭ জুলাই) নির্দেশ দিয়ে পরিপত্র জারি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
বিভি/এমআর
মন্তব্য করুন: