• NEWS PORTAL

  • সোমবার, ২৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মৃত্যুর মিছিলে শামিল হলেন মাইলস্টোনের স্কুল স্টাফ মাসুমাও

প্রকাশিত: ১১:৪৪, ২৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মৃত্যুর মিছিলে শামিল হলেন মাইলস্টোনের স্কুল স্টাফ মাসুমাও

উত্তরা ট্র্যাজেডির শোক এখনো শেষ হয়নি। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। শনিবার সকালে এক শিশুর মৃত্যুর খবর আসতে না আসতে এবার এসেছে মাইলস্টোনের স্কুল স্টাফ মাসুমার (৩২) মৃত্যুর খবর।

শনিবার (২৬ জুলাই) সকাল সোয়া দশটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ নিয়ে স্বাস্থ্য বিভাগের হিসাবে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা দাড়ালো ৩৫- এ।  দুর্ঘটনার দিন তিনি দোতলা ওই ভবনটিতেই অবস্থান করছিলেন বলে জানা গেছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দীন জানিয়েছেন, দগ্ধ রোগীদের আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এই মুহুর্তে সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ করছেন। ১৫ জনের অবস্থা উন্নতির দিকে। তাদের পর্যায়ক্রমে আগামীকাল বা পরশু হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৩ জনের অবস্থা এখনও সংকটাপন্ন। তবে ১৫ জনের অবস্থার উন্নতি হয়েছে। আজ থেক তাদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু হচ্ছে।

এদিকে, হাসপাতাল চত্বরে জোরদার রয়েছে নিরাপত্তা। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিমান বাহিনী রাখছে কড়া নজরদারি। বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে কোনো ব্লাড বা স্কিন ডোনারের প্রয়োজন নেই। আহতদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার।

অন্যদিকে বিমান দুর্ঘটনায় সকল নিহত ও আহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে রবিবার ও সোমবার ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2