• NEWS PORTAL

  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হুক ভেঙ্গে বিচ্ছিন্ন হওয়া ১০ বগি উদ্ধার, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৭, ১৯ আগস্ট ২০২৫

আপডেট: ১১:৫৭, ১৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
হুক ভেঙ্গে বিচ্ছিন্ন হওয়া ১০ বগি উদ্ধার, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের কাপলিং হুক ভেঙ্গে বিচ্ছিন্ন হওয়া ১০টি বগি উদ্ধার করা হয়েছে। এতে চার ঘন্টা পর সোমবার রাত দশটা থেকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন আশুগঞ্জ স্টেশনের আউটার এলাকায় পৌছে  বগিগুলো উদ্ধার করে ভৈরব জংশন স্টেশনে নিয়ে যাওয়ার পর পুনরায় আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক দাস জানান, চট্টগ্রাম থেকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রবেশের আগে ট ও ঠ বগির কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে ট্রেনের১০টি বগি আলাদা হয়ে যায়। পরে বগিগুলো ফেলে বাকি ৫টি বগি নিয়ে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। 

তবে ট্রেনটি ভৈরব রেলসেতুতে উঠার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে উদ্ধারকাজ চালিয়ে  বিকল হওয়ার ট্রেনটি এবং বিচ্ছিন্ন বগি গুলো ভৈরব জংশন স্টেশনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ঢাকামুখী আপলাইন এর সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।  এই ঘটনায় কোন হতাহত বা রেল লাইনের কোনো ক্ষতি হয়নি। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2