• NEWS PORTAL

  • সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মেরুন টি-শার্ট পরা সেই ‘হামলাকারী’ পল্টন থানার ওসির ড্রাইভার

প্রকাশিত: ১০:৩৩, ৩১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
মেরুন টি-শার্ট পরা সেই ‘হামলাকারী’ পল্টন থানার ওসির ড্রাইভার

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের টি-শার্ট পরা এক যুবক গণ-অধিকার পরিষদের এক কর্মীকে মারধর করছেন। ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে সেই মেরুন রঙের টি-শার্ট পরা ব্যক্তির পরিচয় নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই মেরুন রঙের টি-শার্ট পরিহিত ব্যক্তি পুলিশ কনস্টেবল মিজানুর রহমান। তিনি পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীনের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পল্টন থানার একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, মিজানুর রহমান নুরুল হক নুরকে আঘাত করেননি, বরং অন্য এক কর্মীর ওপর হামলা চালিয়েছিলেন।

এ বিষয়ে গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আগেই ফেসবুকে দাবি করেছিলেন, ভিডিওতে দেখা পোশাকধারী ব্যক্তি নুরকে নয়, ছাত্রনেতা সম্রাটকে মারধর করেছিলেন। তিনি লেখেন, ‘লাল পোশাক পরিহিত ব্যক্তি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে। তবে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছে, সে নুরকে পেটায়নি। ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করতে হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2