টেকসই চেম্বার গঠনের জন্য প্রয়োজন দক্ষ এফবিসিসিআই নেতৃত্ব: জাকির হোসেন

এফবিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের আহবায়ক ও আসন্ন এফবিসিসিআই নির্বাচনে সভাপতি পদপ্রার্থী জাকির হোসেন নয়ন বলেছেন, এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেন্জ মোকাবেলা ও টেকসই চেম্বার গঠনের জন্য প্রয়োজন দক্ষ নেতৃত্ব।
তিনি বক্তব্যে এফবিসিসিআইয়ের বিগত পরিচালনা পর্ষদ বিলুপ্ত থেকে শুরু করে বাণিজ্য সংগঠন বিধি -২০২৫ প্রণয়নের পথক্রম ও সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সভাপতি সহ সকল পদে সাধারণ পরিষদ সদস্যদের সরাসরি ভোটের অধিকার প্রতিষ্ঠা অন্যতম অর্জন বলে জানান।
ব্যবসায়ী বান্ধব ও টেকসই ফেডারেশন প্রতিষ্ঠার জন্য সকল সদস্যদের সহযোগিতা ও সমর্থন প্রার্থনা করেন তিনি। এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেন্জ সমূহ সম্পর্কে বিশদ আলোচনা করে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বের প্রয়োজনীতার কথা ব্যক্ত করেন তিনি।
রবিবার (৩১ আগস্ট) আসন্ন এফবিসিসিআই নির্বাচন ২০২৫-২০২৭ উপলক্ষে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ-FBCCI রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে ১০টি চেম্বারের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে।
পরিষদের সদস্য সচিব মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি -এর সভাপতি এমদাদুল হোসেন ; রংপুর মেট্রোপলিটন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মো: নুরুল ইসলাম পটু, লালমনিরহাট চেম্বারের সভাপতি শেখ আব্দুল হামিদ, গাইবান্ধা চেম্বারের সভাপতি মোঃ ছামিউল হুদা সুমেল, কুড়িগ্রাম চেম্বারের সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ, নীলফামারী চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আরমান হাবিব, পঞ্চগড় চেম্বারের সহ-সভাপতি আবু হিরণ, ঠাকুরগাঁও চেম্বারের সভাপতি এস এম সামছুজ্জামান (দুলাল), রংপুর উইমেন চেম্বারের সভাপতি মিসেস শাহনাজ পারভীন শাহীন, রংপুর মেট্রোপলিটন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মো: নুরুল ইসলাম পটু, জয়পুরহাট চেম্বারের সাবেক সভাপতি আমিনুল বারী।
সভায় আরো বক্তব্য রাখেন এফবিসিসিআই -এর সহায়ক কমিটির অন্যতম সদস্য, ফেডারেশন নেতা বেলায়েত হোসেন ভূইঁয়া। এছাড়া উপস্থিত ছিলেন চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি প্রার্থী আমজাদ হোসেন, পরিচালক প্রার্থী ও ঝালকাঠি চেম্বার নেতা আতিকুর রহমান ও সালাউদ্দিন ইউসুফসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ ।
বিভি/এজেড
মন্তব্য করুন: