চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন মাইফলক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-এনসিটি-তে এক মাসে সর্বোচ্চ সংখ্যক কনটেইনার ওঠানো–নামানোর রেকর্ড হয়েছে। আর এই রেকর্ড হয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড-সিডিডিএল’র হাতে নেওয়ার দুই মাসের মাথায়।
আগস্ট মাসে এনসিটির চারটি জেটি ব্যবহার করে জাহাজ থেকে এক লাখ ২২ হাজার ৫১৭ একক কনটেইনার ওঠানো–নামানো হয়েছে। মাসভিত্তিক কনটেইনার ওঠানো–নামানোয় এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল গত জানুয়ারিতে। ওইমাসে ওঠানো–নামানো হয় এক লাখ ১৮ হাজার একক কনটেইনার,যা দ্বিতীয় সর্বোচ্চ।
বন্দর সচিব মো.ওমর ফারুক জানান, চিটাগং ড্রাই ডক লিমিটেড এনসিটি পরিচালনার দায়িত্ব পাওয়ার পর টার্মিনালটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। টার্মিনালে জাহাজের গড় অবস্থান সময়ও কমে এসেছে। পরিচালনা দক্ষতার কারণে স্বাভাবিকভাবে কনটেইনার ওঠানো–নামানোর রেকর্ড হয়েছে।
গত ৬ জুলাই পর্যন্ত টার্মিনালটি পরিচালনার দায়িত্বে ছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। এরপর ৭ জুলাই থেকে এটি পরিচালনার দায়িত্ব পায় চিটাগং ড্রাই ডক লিমিটেড। চিটাগং ড্রাই ডক দায়িত্ব নেওয়ার প্রথম মাস অর্থাৎ গত জুলাইয়ে টার্মিনালটিতে এক লাখ একক কনটেইনার ওঠানো–নামানো হয়েছিল।
বর্তমানে দেশি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় থাকা এই টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রক্রিয়া অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: