চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লেন বৃদ্ধি করতে রিট দায়ের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দৃশ্য। ফাইল ছবি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনা আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে হতাহতের পাশাপাশি জানমালের ক্ষতির কারণে এই মহাসড়ক মৃত্যুকূপে পরিণত হয়েছে। ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লেন বৃদ্ধি করতে রিট দায়ের করা হয়েছে
সোমবার (১ সেপ্টেম্বর) ওই মহাসড়কের নিরাপদ মহাসড়কে পরিণত করতে এবং মহাসড়কের লেন বৃদ্ধি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করার জন্য রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী।
এই রিটের শুনানিতে বিচারপতি জিনাত হক ও বিচারপতি আইনুন্নাহার সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ রুল নিশি জারি করেন এবং ৪ মাসের মধ্যে এতদ সংক্রান্ত কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা হাইকোর্টকে জানানোর জন্য নির্দেশনা প্রদান করেছেন।
এই মামলার বাদী ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী তাহসিন মোক্তার নিশান।
বিভি/এজেড
মন্তব্য করুন: