• NEWS PORTAL

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের প্রশিক্ষণ

প্রকাশিত: ১৭:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের প্রশিক্ষণ

‘ডিজিটাল নিরাপত্তা এখন আর কেবল প্রযুক্তি বিশেষজ্ঞদের বিষয় নয়, সাংবাদিক ও অধিকারকর্মীদের সাথেও এটি গভীরভাবে জড়িত’- এই বার্তা সামনে রেখে শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার লালমাটিয়ায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।

বেসরকারি অ্যাডভোকেসী প্রতিষ্ঠান ‘ভয়েস’ এই কর্মশালার আয়োজন করে। এই প্রশিক্ষণে অংশ নেন সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করা তরুণ সাংবাদিক এবং মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

কর্মশালায় ডিজিটাল সুরক্ষার কৌশলপত্র উপস্থাপন করেন ভয়েস-এর উপ-পরিচালক, মুশাররাত মাহেরা। তিনি বলেন, নারী সাংবাদিক ও অধিকারকর্মীদের জন্য ডিজিটাল হুমকি ও হয়রানি এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে পেশাগত যোগাযোগ ‍সুরক্ষিত ও নিরাপদ থাকে।

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, ডিজিটাল পরিসরে দিনদিন রাষ্ট্র, কর্পোরেট সংস্থা কিংবা ব্যক্তি পর্যায়ের এবং সংবাদ মাধ্যমের ওপর নানা ধরনের নজরদারি, হয়রানি ও নিপীড়নের ঘটনা যেভাবে বাড়ছে, তা থেকে নিজেকে নিরাপদ রাখতে হলে ডিজিটাল নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আমাদের নতুন করে ভাবার সময় এসেছে। 

কর্মশালায় ঝুঁকি আত্মবিশ্লেষণকারী থ্রেট মডেলিং, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, শক্তিশালী পাসওয়ার্ড ও গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন, ভিপিএন, টর ব্রাউজারে নিরাপদ ব্রাউজিং, এনক্রিপ্টেড বার্তা এবং ডেটা ব্যাকআপের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণের বিষয়গুলো পুনরায় আলোচনা করা হয়।

এছাড়াও, অংশগ্রহণকারীরা, ভাইরাসযুক্ত লিংক চেনার উপায়, মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল স্বাস্থ্যবিধি বা হাইজিন মেনে চলা, গোপনীয়তা রক্ষা, মাঠপর্যায়ে পেশাগত দায়িত্ব পালনের সময়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পাবলিক ওয়াইফাই এড়ানো ও জিও-লোকেশন ট্র্যাকিং বন্ধ রাখা ইত্যাদি বিষয়ে দলগত কার্যক্রমের মাধ্যমে অনুশীলন করেন। কর্মশালার সঞ্চালক ছিলেন ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ আশরাফুল হক।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2