ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলের হামলা, শুক্রবার ঢাকায় প্রতিবাদ কর্মসূচি

দখলদার ইসরায়েল কর্তৃক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ত্রাণবাহী নৌকার বহরে আক্রমণ ও মানবাধিকার কর্মীদের আটক এবং ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে Protect Flotilla—Free Palestine কর্মসূচি।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কর্তৃক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কনভয়ের ত্রাণবাহী ৪৪ টি দেশের ৫০০ নাগরিক ৪০টি নৌকায় ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্য রওনা করেন। এটি একটি শান্তিপূর্ণ, অহিংস এবং মানবিক যাত্রা যার উদ্দেশ্য গাজা অবরোধ ভাঙা, মানবিক সাহায্য পৌঁছে দেওয়া এবং জনগণনির্ভর মানবিক করিডোর গড়ে তোলা।
কিন্তু এই কনভয়ে অক্টোবর ২ তারিখে ইসরায়েলি বাহিনী উক্ত নৌকায় হামলা ও পরবর্তীতে মানবাধিকার কর্মীদের অপহরণ করে আটক করা হয়েছে। এমতবস্থায় আমরা বাংলাদেশের এক্টিভিস্টরা উক্ত ঘটনার প্রতিবাদে— আগামীকাল প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিকেল ৩টায় এই প্রতিবাদ কর্মসূচি ডেকেছে বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স। মোট ৫টি দাবি উত্থাপন করেছে তারা।
দাবিগুলোর মধ্যে রয়েছে- গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সুরক্ষা নিশ্চিত করা, আটককৃত সকল স্বেচ্ছাসেবক ও কর্মীকে মুক্তি দাও এবং অবরোধ ভেঙে দেওয়া, ফিলিস্তিনের নাগরিকদের নিরাপত্তা দাও এবং গণহত্যা বন্ধ করা, ইসরায়েলের নিকট অস্ত্র বিক্রি বন্ধ এবং ফিলিস্তিনকে উপনিবেশমুক্ত করা এবং IDF কে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করা।
ওই কর্মসূচিতে নিজের জন্য পানি, প্ল্যাকার্ড ও পতাকাসহ উক্ত প্রতিবাদ কর্মসূচিতে যোগদান করার জন্য সকলকে আহবান করছে সংগঠনটি।
যেসকল সংগঠনগুলো কালকের Protect Flotilla— Free Palestine কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করবে তারা হলো- সেভ ফিউচার বাংলাদেশ, ইউনিভো, হেল্প দ্যা নেশন, আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা, প্রচেষ্টা ফাউন্ডেশন, আমরাই আগামী, ইয়ুথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ, ইউক্যান, ফেনী সেন্ট্রাল লিও ক্লাব, দুঃখ লাঘব ফাউন্ডেশন,
আনকোরা, EcoRevolution, Lal Sabuj Society, Shouharda Youth Foundation, সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশন, ক্লাইমেট ফ্রন্টিয়ার, নিরাপদ সড়ক আন্দোলন, National Brighten Association, জুলাই মঞ্চ, ScriptySphere, উই ক্যান কক্সবাজার, Private University Students Alliance Of Bangladesh - PUSAB, Photo Affairs, Titumir college photography club (TCPC), Environmental Sharpers Network, Youth Environment and Development Organization (YEDO)।
বিভি/এজেড
মন্তব্য করুন: