‘পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চালাচ্ছে ইউপিডিএফ-জেএসএস’

ভারতের সহযোগিতায় ইউপিডিএফ ও জেএসএস পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’। রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে রক্ষা করা এবং ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিএইচটি সম্প্রীতি জোটের সমন্বয়ক থোয়াইচিং মং শাক।
তিনি অভিযোগ করেন,কখনো বাঙালি ও অ-বাঙালির মধ্যে দাঙ্গা, কখনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের লড়াই, কখনো সেনাবাহিনী ও সাধারণ জনগণের ওপর বর্বরোচিত হামলার মধ্য দিয়ে ভারতীয় সহযোগিতায় ইউপিডিএফ ও জেএসএস পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, প্রতিবছর পাহাড়ী সস্বস্ত্র সংগঠনগুলো কোটি কোটি টাকা চাঁদাবাজি করছে। আর সেই অর্থ দিয়ে ভারত থেকে আনা হচ্ছে অস্ত্র।
সংবাদ সম্মেলন থেকে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো, পার্বত্য এলাকায় স্থায়ী সেনা ক্যাম্প বৃদ্ধি ও পুলিশ বাহিনীর দক্ষতা বাড়ানো, ভারতপন্থী ইউপিডিএফ ও জেএসএস পরিচালিত সব ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, গুম ও বিদেশি ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করার সুপারিশ করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখ্য সমন্বয়ক পাইশিখই মারমা, সদস্য অ্যাডভোকেট পারভেজ তালুকদার, সিএইচটি সম্প্রীতি জোটের সমন্বয়ক ইখতিয়ার ইমন, সমন্বয়ক জাফরুল হাসান, সমন্বয়ক রাকিব হোছাইন নওশাদ, সমন্বয়ক তন্ময় হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: