• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা 

প্রকাশিত: ২০:৫০, ১৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা 

এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় লাগা আগুন। দীর্ঘক্ষণ আগুন জ্বলার কারণে ভবনটি ধসে পড়ার পাশাপাশি আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কারখানাটিতে আগুন লাগে। বর্তমানে এটি একপ্রকার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী কাজ করছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট এবং নৌবাহিনীর ৪টি ইউনিট যোগ দিয়েছে। ৫ ঘণ্টার বেশি সময় ধরে তারা চেষ্টা করছে, কিন্তু আগুন এতটুকুও নিয়ন্ত্রণে আসেনি।

সন্ধ্যার দিকে আগুন পার্শ্ববর্তী একটি টিনশেড ভবনে ছড়িয়ে পড়েছে। কারখানার ভেতরে শ্রমিক আটকে পড়ার কোনো তথ্য এখন পর্যন্ত নেই বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশ বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জাহাঙ্গীর বলেন, আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। আগুনে জ্বলতে জ্বলতে ভবনটি ধসে পড়ার উপক্রম হয়েছে। ভেতরে কেউ আটকে পড়ার খবর পাইনি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2