• NEWS PORTAL

  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫

শাহজালাল বিমানবন্দরে পণ্য রাখার নতুন স্থান নির্ধারণ 

প্রকাশিত: ২১:৩৭, ১৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
শাহজালাল বিমানবন্দরে পণ্য রাখার নতুন স্থান নির্ধারণ 

ছবি: সংগৃহীত

অগ্নিকাণ্ডে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমদানি ও রফতানির পণ্য রাখার জন্য বিমানবন্দরের জিএসই মেইনটেন্যান্স নামক স্থান নির্ধারণ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ওই স্থানেই পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন করছে। সেখানেই ৯ নম্বর গেটে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সংযোগ স্থাপন করে পণ্যের খালাস প্রক্রিয়া শুরু করা হয়েছে। 

এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ গণমাধ্যমকে বলেন, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আপাত ভিত্তিতে জিএসই মেইনটেন্যান্স নামক স্থানে পণ্য রাখার জন্য স্থান নির্ধারণ করেছেন। কাস্টমস কর্তৃপক্ষ উল্লিখিত স্থানে পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন করছেন, ৯ নম্বর গেটে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সংযোগ স্থাপন করেছেন এবং উক্ত গেইট দিয়ে পণ্যের খালাস প্রক্রিয়া সম্পাদন করছেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2