কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

ছবি: শোভাযাত্রা
‘মানসম্মত হেলমেট ও গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে।
বুধবার (২২ অক্টোবর) বিআরটিএ কুড়িগ্রাম সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সকাল সাড়ে ৯টায় একটি শোভাযাত্রা শহরের শাপলা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। অন্যান্যদের মধ্যে বিআরটিএ এর পরিদর্শক নূরুস সাফা সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, স্কাউট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালি ও আলোচনাসভা শেষে পেশাজীবি গাড়ি চালকদের রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এবং বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়।
বিভি/এমআর
মন্তব্য করুন: