• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

শিকল বাঁধা ও অচেতন অবস্থায় পড়েছিলেন হুমকির পর নিখোঁজ হওয়া সেই খতিব

প্রকাশিত: ১৪:০৩, ২৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:০৫, ২৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
শিকল বাঁধা ও অচেতন অবস্থায় পড়েছিলেন হুমকির পর নিখোঁজ হওয়া সেই খতিব

উড়োচিঠিতে হুমকি পাওয়ার পর নিখোঁজ হওয়া গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ ক্বারি মুফতি মহিবুল্লাহ মিয়াজীর খোঁজ মিলেছে।নিখোঁজের এক দিন পর পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে উদ্ধার করা হয়েছে তাকে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল পৌনে ৭টার পঞ্চগড়ের তেঁতুলিয়া থানাধীন হেলিপ্যাড বাজার এলাকায় শিকল বাঁধা অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে তেঁতুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

জানা গেছে, বুধবার (২২ অক্টোবর) সকাল আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে তিনি টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার জামে মসজিদ সংলগ্ন বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সন্ধ্যার পর তার নিখোঁজ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ইসলামী সংগঠন, আলেম-ওলামা ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং দ্রুত তার সন্ধান দাবি ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজী কয়েকদিন ধরে উড়োচিঠির মাধ্যমে হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর বুধবার রাতে স্থানীয় আলেম-ওলামারা টঙ্গী পূর্ব থানায় যোগাযোগ করলে ওসি অহিদুজ্জামান ঘটনাস্থলে পুলিশ পাঠান এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুফতি মহিবুল্লাহ সকাল ৬টা ৪৯ মিনিটে মরকুন হাতিল গেট অতিক্রম করেন এবং ৭টা ১৮ মিনিটে নিমতলি রেললাইন সংলগ্ন পেট্রোল পাম্পের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) অহিদুজ্জামান বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া থানার হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকল বাঁধা অবস্থায় মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দেয়। পরে তেঁতুলিয়া থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও বলেন, বর্তমানে তিনি পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় নিখোঁজের কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2