• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

প্রায় ৩ মাস পর ভেসে উঠলো রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৫, ২৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
প্রায় ৩ মাস পর ভেসে উঠলো রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

প্রায় ৩ মাস পানিতে ডুবে থাকার পর ভেসে উঠল 'সিম্বল অব রাঙ্গামাটি'খ্যাত রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পর্যটন ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর থেকে সম্পূর্ণ পানি নেমে গেছে। যদিও সেতুর পানি নামলেও এখনো পাটাতনের তলায় ছুঁই ছুঁই করছে কাপ্তাই হ্রদের পানি। ঝুলন্ত সেতু থেকে হ্রদের পানি নেমে যাওয়ায় আগত পর্যটকদের ঘুরে বেড়াতে দেখা গেছে। 

বৃহস্পতিবার সকালে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর থেকে সম্পূর্ণ পানি নেমে গিয়েছে। ইতোমধ্যে শুরু হয়েছে সংস্কার কাজ। পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে রঙ করা হবে সেতুর বিভিন্ন স্থানে। তবে এবার সেতুতে প্রবেশের টিকেটের মূল্য বাড়ানোর চিন্তা করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। ২০ টাকা থেকে ৩০ টাকায় টিকেট বিক্রির পরিকল্পনা করছে সংস্থাটি।

এর আগে, চলতি বছরের জুন মাসের দিকে রাঙ্গামাটি জেলায় অতি বৃষ্টিপাতের ফলে গত ৩০ জুলাই থেকে কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে হ্রদের পানিতে ডুবে যায় পর্যটন ঝুলন্ত সেতুটি। এই ঝুলন্ত সেতুটি ডুবে যাওয়ার ফলে পর্যটকদের জন্য বন্ধ করে দেয় পর্যটন কর্তৃপক্ষ। দীর্ঘ ২ মাস ২৫ দিন পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঝুলন্ত সেতুটি ভেসে উঠল। এর আগে বছরে দুই একবার সেতুটি পানিতে নিমজ্জিত থাকলেও এবারই টানা প্রায় ৩ মাসের মতো হ্রদের পানিতে নিমজ্জিত ছিল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2