• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

মেট্রোরেলে নিরাপত্তা ঝুঁকি নেই, আতঙ্কিত না হওয়ার আহ্বান কর্তৃপক্ষের

প্রকাশিত: ২১:৫৫, ২৯ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৫৫, ২৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মেট্রোরেলে নিরাপত্তা ঝুঁকি নেই, আতঙ্কিত না হওয়ার আহ্বান কর্তৃপক্ষের

মেট্রোরেলে যাত্রী নিরাপত্তা নিয়ে বিভিন্ন গুঞ্জন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের পরিপ্রেক্ষিতে যাত্রীদের উদ্বিগ্ন না হতে আহ্বান জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার (২৯ অক্টোবর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগ জানায়, মেট্রোরেল নিরাপত্তা সংক্রান্ত সকল বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে চলাচল করছে। ফলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং ঝুঁকি শূন্য পর্যায়ে রাখতে কর্তৃপক্ষ নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেট্রোরেল নিরাপত্তা বিধির বাইরে কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হয় না। তাই সম্মানিত যাত্রীসাধারণকে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সংবাদমাধ্যমে প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2