টঙ্গীতে রেললাইনের পাশে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫ গুদামের মালামাল
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে রেললাইনের পাশে বস্তার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে টঙ্গীবাজার গরুহাটা এলাকার বস্তা পট্টিতে এই আগুনের সূত্রপাত হয়। দ্রুত খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোরে ৬টার দিকে গুদামের পিছনের অংশে রেললাইনের পাশে আগুন দেখতে পান তারা। আগুন দ্রুত ছড়িয়ে পরলে গুদামের পাশে থাকা মসজিদের এসি পুরে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ততক্ষণে পাঁচটি গুদামের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। এতে অল্পের জন্য রক্ষা পায় পাশে মসজিদ ও রিকশার গ্যারেজ। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিভি/এসজি




মন্তব্য করুন: