রাজধানীতে ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড: ডিএমপি
ফাইল ছবি
রাজধানীতে গেলো ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১০ মাসে শুধু রাজধানীতে গড়ে ২০টির মত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশির ভাগ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
রাজনৈতিক সহিংসতাসহ পূর্ব শত্রুতার জের এসব হত্যাকাণ্ড ঘটছে বলে জানায়ও পুলিশ। সাম্প্রতিক সময়ে সকল হত্যাকাণ্ড তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা রাখার কথা জানিয়ে পুলিশ জানায়, অপরাধী যতোই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা।
বিভি/এসজি




মন্তব্য করুন: