• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

৭ দিনের মধ্যে ডিএনসিসি এলাকায় টাঙানো সাইনবোর্ড-ব্যানার সরানোর নির্দেশ

প্রকাশিত: ১৮:১০, ১৮ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:১১, ১৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৭ দিনের মধ্যে ডিএনসিসি এলাকায় টাঙানো সাইনবোর্ড-ব্যানার সরানোর নির্দেশ

আগামী ৭ দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় টাঙানো বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড সরানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি/ভবনের ছাদে/দেয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ইত্যাদি স্থাপন করা হয়েছে।’

সেখানে আরও বলা হয়, ‘আগামী ৭ (সাত) দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যে সকল ব্যক্তি/প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি/ভবনের ছাদে/ দেয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ইত্যাদি স্থাপন করেছেন তাদেরকে নিজ দায়িত্বে বর্ণিত ফলক/পোস্টার/ব্যানার/বিলবোর্ড/এলইডি ইত্যাদি অপসারণের জন্য অনুরোধ করা হলো। অন্যথায়, নির্ধারিত সময়ের পর উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2