ফেসবুকে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক
ছবি: সংগৃহীত
ফেসবুকে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও কিছু শিক্ষার্থী। সোমবার (১৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
ওসি জানান, মুহাম্মদ লাভলু মোল্লাহকে ফেসবুকে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট দেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং শিক্ষার্থীরা শাহবাগ থানায় সোপর্দ করেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, সে (লাভলু মোল্লাহ) শেখ হাসিনার রায়ের পরে বলেছে, আই ডোন্ট কেয়ার। সে যেই হোক আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
লাভলু মোল্লাহকে প্রায় ৪ মাস আগে ফাইলে কারচুপি করার কারণে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিভি/এসজি




মন্তব্য করুন: