• NEWS PORTAL

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

৫ ঘণ্টার পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ২২:৫৪, ২৫ নভেম্বর ২০২৫

আপডেট: ২২:৫৪, ২৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৫ ঘণ্টার পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

অবশেষে নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা আগুন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে লাগা আগুন প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

জানা যায়, প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট পাঠানো হলেও যানজটের কারণে ঘটনার ৩০ মিনিট পরও সব ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট, বিমান বাহিনী, সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীও এক যোগে কাজ করেছে।

এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শেষ পর্যন্ত ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2