তথ্য ভবনে হঠাৎ ঊর্ধ্বতন কর্মকর্তারা, বৈঠকের বিষয় নিয়ে কৌতুহল
রাজধানী ঢাকায় অবস্থিত তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরে সরকারি কর্মকর্তারা গোপন বৈঠক করেছেন। তবে, কি বিষয়ে তাদের এই বৈঠক তা জানা যায়নি। এ নিয়ে সাংবাদিক ও সংশ্লিষ্টদের মধ্যে কৌতুহল দেখা গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারের একজন সচিবসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসূত্রে এসব তথ্য জানা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পালন করছেন মো. আবদুল জলিল। তিনি সাবেক শিল্পমন্ত্রী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পিআরও ছিলেন।
এদিকে, তথ্য ভবনের একাধিক সূত্র গণমাধ্যমকে বৈঠকে উপস্থিত হওয়া সরকারী কর্মকর্তাদের গাড়ির নম্বরগুলো জানিয়েছে। সরকারের প্রভাবশালী একজন সচিবদের নেতৃত্বে বেশকিছু সরকারি কর্মকর্তা তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ বৈঠক করেন বলে অভিযোগ ওঠে। এমন অভিযোগে মঙ্গলবার রাতেই তথ্য ভবনে যান কয়েকজন সাংবাদিক। তথ্য ভবনের লিফটের আটে নবম তলায় গণযোগাযোগ অধিদপ্তরে গিয়ে দেখা যায়, সম্মেলন কক্ষে গোপন বৈঠক চলছে। কর্মচারীদের করা প্রহরায় রুদ্ধদ্বার এই বৈঠকে অর্ধশতাধিক ব্যক্তি পরামর্শ করছেন।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের ব্যক্তিগত এক কর্মকর্তা গণমাধ্যমটিকে জানান, রাত ৮টা থেকে একজন সচিবসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠক করছেন। সেখানে যাওয়া যাবে না। জানা গেছে, অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল-সহ জামায়াতে ইসলামীর অনুসারীরা রাত ৮টা থেকে গোপন বৈঠক শুরু করেন।
এদিকে, ঢাকায় সরকারি তথ্য ভবনে হঠাৎ গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে সাংবাদিক ও কয়েকজন সংশ্লিষ্টদের মধ্যে কৌতুহল দেখা দেয়। তবে, মহাপরিচালক আবদুল জলিল সাংবাদিকদের জানান, কুমিল্লার বুড়িচং মডেল ট্রাস্টের একটি বৈঠক চলছে। সেখানে দলীয় কোনো বিষয় নেই। রাত সোয়া ৯টার দিকে হঠাৎ করে আপ্যায়ন শেষে সবাই বেরিয়ে যান।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: