• NEWS PORTAL

  • রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

গ্যাস সংকটে বাধ্য হয়ে লাকড়ির চুলা জ্বালাচ্ছেন শহরের বাসিন্দারা

প্রকাশিত: ১০:০২, ১১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গ্যাস সংকটে বাধ্য হয়ে লাকড়ির চুলা জ্বালাচ্ছেন শহরের বাসিন্দারা

গত দুই সপ্তাহ ধরে বাজারে এলপি গ্যাসের সংকট। এর মধ্যেই বুড়িগঙ্গা নদীর তলদেশে পাইপে পানি ঢুকে ও মিরপুর রোডে গণভবনের সামনে তিতাস গ্যাসের লাইনের ভাল্ব ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র গ্যাস সংকটে পড়েছে নগরবাসী।

কোন কোন এলাকার লাইনে গ্যাসের চাপ নেই। আবার কোন এলাকায় একেবারেই চুলায় জ্বলছে না আগুন। বাধ্য হয়ে অনেকে পরিবারের রান্নার কাজ সারছেন লাকড়ির চুলায়। উপায় না দেখে অনেকে বৈদ্যুতিক চুলা কিনেছেন। অনেকেই আবার কিনে খাচ্ছেন খাবার।

রাজধানীর উত্তর বাসাবো এলাকা। গেল প্রায় এ সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকটে রয়েছে এই এলাকার বাসিন্দারা। একই সংকট কদমতলা, খিলগাঁও ও বৌদ্ধমন্দির এলাকার বাসিন্দাদেরও। তিতাসের লাইনে গ্যাসের চাপ ধারাবাহিকভাবে কম থাকায় প্রতিদিনের রান্নার কাজ নিয়ে বেশ বিপাকে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। বাধ্য হয়ে বারান্দা ও ছাদে চুলা বসিয়েছেন অনেকে। 

কনকনে এই শীতে গ্যাস না থাকায় বেশি কষ্টে পড়েছেন বয়স্ক ও শিশুরা। 

এদিকে, গেল প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীতে সিলিন্ডার গ্যসের সংকট থাকায় ভোগান্তি তীব্র থেকে তীব্রতর হয়েছে মহানগরবাসীর। এলপি গ্যাসের সরবারাহ কম থাকায় যেসব অ্যপার্টমেন্টে সেন্ট্রাল সিলিন্ডার সিস্টেম রয়েছে সেসব অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের আগাম নোটিশ দেওয়া হয়েছে। উপায় না দেখে ইলেক্ট্রিক স্টোভের দিকে ঝুঁকছেন অনেকেই।

অন্যদিকে, ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের মাধ্যমে গ্যাসের এই সংকটের সমাধান হবে জানিয়ে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2