• NEWS PORTAL

  • রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর

প্রকাশিত: ১২:১৬, ১১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর

সীমান্তের ওপারের দেশ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশের এক শিশু। রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিতে নিহত আফনান আরা (১২) হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে।

আফনান নিহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা তেচ্ছিব্রিজ অংশে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, তারা সড়কে অবস্থানে করছেন। 

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, মিয়ানমারের ওপারে চলমান সংঘাতের ফলে গুলিতে এপারে এক শিশু নিহত হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। 

স্থানীয়রা জানান, গত দুই-তিন দিন ধরে ওপারে রাখাইনে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2