বনশ্রীতে স্কুলশিক্ষার্থী হত্যা, দিন পেরোলেও আটক হয়নি কেউ
রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামে এক শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা করেছে তার পরিবার। তবে, এখনও কাউকে আটক করা যায়নি বলে জানায় পুলিশ।
পরিবারের দাবি, গভীর রাতে বাসায় প্রবেশ করতে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটাতে পারে তাদের রেস্তোরাঁ কর্মচারী মিলন। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির কথাও জানায় পরিবার।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত শনিবার দুপুরে দক্ষিণ বনশ্রী এলাকার এল ব্লকের একটি বাসা থেকে বের হন রেস্তোঁরা কর্মচারী মিলন। এর কয়েক মিনিট পর ওই একই বাসায় প্রবেশ করেন তিনি। তখন বাসায় একাই ছিলেন ফাতেমা আক্তার লিলি। পরে সন্ধ্যায় বাসায় এসে বড় বোন দেখেন মেঝেতে পড়ে আছে ছোট বোনের গলাকাটা মরদেহ।
পরিবারের অভিযোগ, গভীর রাতে বাসায় আসতে নিষেধ করাতেই ক্ষোভে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে রেস্তোরাঁ কর্মচারী মিলন। তারা দাবি করেন, ফাতেমাকে হত্যার পর বাসা থেকে ৫ ভরি স্বর্ণ এবং নগদ ৫ লাখ টাকা নিয়ে যায় হত্যাকারী। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি করেন তারা। এমন ঘটনায় উদ্বেগের কথা জানান প্রতিবেশীরাও।
এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের নামে খিলগাঁও থানায় মামলা করেছে পরিবার। এখনও কাউকে আটক করা না গেলেও তদন্তের কথা জানান পুলিশ।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: