আজ ঢাকায় রয়েছে যেসব কর্মসূচি
প্রতিদিনি ঢাকায় বিভিন্ন সরকারি দফতর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে। জেনে নিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনের গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কর্মসূচি
• সকাল ১০টা ৩০ মিনিট: গ্যাস সংকটসহ বিভিন্ন দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
• বেলা ১১টা: বাংলাদেশ সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হবে।
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার কর্মসূচি
• বিকাল ৩টা: বাংলাদেশ শিশু একাডেমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারী প্রার্থীদের নিয়ে ‘সংসদ নির্বাচন ও গণভোট’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বিএনপির কর্মসূচি
• বিকাল ৫টা: নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেবে।
বিভি/এসজি




মন্তব্য করুন: