• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩১, ১ নভেম্বর ২০২২

আপডেট: ২০:২৪, ১ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীতে মো. নিয়াজ মোরশেদ নাদিম (২০) নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে পশ্চিম রামপুরার একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়তেন। গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর থানার কাটবনিয়ায়। 

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিনহাজুল ইসলাম জানান, দুপুরের দিকে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের একটি বাসা থেকে গলায় লুঙ্গি প্যাঁচানো মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ওই শিক্ষার্থীর স্বজনদের কাছে জানা যায়, সে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিল। কী কারণে গলায় ফাঁস দিয়েছে তা জানার চেষ্টা চলছে।

নিহত নাদিমের চাচা মসিউদ্দিন বলেন, আমার ভাতিজা ইউটিউবার ছিল। কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে- এ বিষয়ে আমরা কিছু জানি না।

 

বিভি/এসএইচ/রিসি 

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2