• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে হেলে পড়েছে চারতলা ভবন

প্রকাশিত: ১৪:৩০, ১৮ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৭:৫৬, ১৮ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
চট্টগ্রামে হেলে পড়েছে চারতলা ভবন

চট্টগ্রাম মহানগরীর ষোলশহর এলাকায় চারতলা একটি ভবন হেলে পড়েছে।

বাণিজ্যিক ভবনটির বিভিন্ন কক্ষে ফাটল দেখা দেয়ায় ভবনটিতে থাকা বাসিন্দারা সরে যাচ্ছেন।

বাড়ির মালিক জানান, মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত থেকে ভবনটি হেলে পড়ে। এরপর সকালে ভবনটির বিভিন্ন তলায় থাকা দোকানিরা দোকান খুলে দেখতে পান ভবনটির দেয়ালে ও মেঝেতে ফাটল। এরপর আতঙ্কে নিজ উদ্যোগেই সেখান থেকে তারা সকাল থেকেই সরে যেতে শুরু করে। 

দোকানপাটের বিভিন্ন মালামাল সরিয়ে নেয়া হচ্ছে। ভবনের পাশ ঘেঁষে নগরীর জলাবদ্ধতা প্রকল্পের আওতায় খাল খননের কাজ চলমান থাকায় এই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ভবন মালিকের।  

আরও পড়ুন: 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2