লিফটে উঠতে দৌড়, ১২ তলা থেকে পড়ে কলেজ ছাত্র নিহত

রাজধানীর কমলাপুরে একটি ভবনের ১২ তলা থেকে পড়ে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নামসাফায়েত আহমেদ (১৮)।
মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইস্টার্ন হাউজিংয়ের একটি ১৭ তলা ভবনে এই ঘটনা ঘটে।
নিহত সাফায়েত কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
নিহতের বাবা শাহ আলম জানান, সাফায়েত ১২ তলা থেকে লিফটে উঠার জন্য দৌড় দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সিঁড়ির রেলিংয়ের ওপর দিয়ে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: