• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গ্যাসের চুলা জ্বালাতে আর কোনো বাধা নেই: তিতাস গ্যাস কর্তৃপক্ষ

প্রকাশিত: ১৩:০২, ২৫ এপ্রিল ২০২৩

আপডেট: ১৩:০৩, ২৫ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
গ্যাসের চুলা জ্বালাতে আর কোনো বাধা নেই: তিতাস গ্যাস কর্তৃপক্ষ

তিতাস এমডি পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ

গ্যাসের চুলা জ্বালাতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমরা রাত ১০টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় তিতাসের গ্যাস পাইপলাইন লিকেজের পর তীব্র গন্ধ বের হতে থাকার সমস্যার সমাধান হয়েছে। এখন স্বাভাবিক হয়েছে গ্যাসের লাইন। তাই নিশ্চিন্তে চুলা জ্বালানো যাবে।

তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে তিনি জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিশ্চিন্তে গ্যাসের চুলা জ্বালাতে পারেন। কিছু এলাকায় সমস্যা হয়েছিল। তার সমাধান হয়ে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

হারুনুর রশীদ মোল্লাহ আরও বলেন, ‘গ্যাসের মধ্যে যে তীব্র গন্ধ দেওয়া হয়, সেটা তো নিরাপত্তার জন্যই দেওয়া হয়। যাতে লিকেজ হলে গন্ধ বের হয়। আমরা সব ঠিক করেছি। এখন আর গ্যাসের ওভার ফ্লো নাই।’

এদিকে এ সংকট নিয়ে সকাল থেকে আর কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি বলেন, ‘এখন আর কোনো সমস্যা নাই। আমাদের কাছে আসা অভিযোগ আমরা তিতাসের কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তারা সেটা ঠিক করেছে। আমাদের কাছে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।’

প্রসঙ্গত, সোমবার রাতে রাজধানীর মতিঝিল, আরামবাগ, মগবাজার, বাড্ডা, রামপুরা, বাসাবো, মুগদা, নাখালপাড়া, হাজারীবাগসহ আরও বেশ কয়েকটি এলাকায় গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। অনেকে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। গ্যাসের মেইন সুইচ বন্ধ করে দেয়।

এ অবস্থায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের বরাত দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ফেসবুক পেজে রাতে এক পোস্টে বলা হয়, ‘ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ।’

পোস্টে যে কোনো প্রয়োজনে তিতাস গ্যাসের হটলাইন নম্বর ১৬৪৯৬-এ ফোন করতে পরামর্শ দেওয়া হয়।

এদিকে ফায়ার সার্ভিস থেকেও বলা হয়েছিল, যেসব এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে, আপাতত সেসব জায়গায় কয়েক ঘণ্টা চুলা জ্বালানো থেকে বিরত থাকা নিরাপদ হবে। অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট রাস্তায় টহলেও বের হয়। বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় মাইকিং করে গ্যাসের মেইন সুইচ বন্ধ করতে ও চুলা না জ্বালানোর পরামর্শ দেওয়া হয়। এ ঘটনায় গত রাতে অনেকেই ভয়ে চুলা জ্বালাননি। দুর্ঘটনার ভয়ে অনেকে গ্যাসের মেইন সুইচ বন্ধ করে রাখেন। এজন্য তিতাস নিশ্চিত করেছে যে আর কোনো সমস্যা নেই। এখন চুলা জ্বালানো যাবে।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2