• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

প্রকাশিত: ১৪:১৩, ২৭ মে ২০২৩

ফন্ট সাইজ
গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ে গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলম (৫০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার কুনিপাড়ায় এ ঘটনাটি ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতাবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ছেলে মোমিন জানান, তার বাবার কয়েকটি রিকশা রয়েছে এবং নিজেও রিকশা চালাতেন। সকালে গ্যারেজে গিয়ে ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় একটা ইলেকট্রিক তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে অচেতন হন তার বাবা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বর্তমানে তেজগাঁও কুনিপাড়ার ২৩/এ নম্বর বাসায় ভাড়া থাকেন তারা। ভোলার চরফ্যাশন থানা এলাকায় তাদের গ্রামের বাড়ি।

এই বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

 

বিভি/এসএইচ/টিটি

মন্তব্য করুন: