কোন টিকা নিলেন, জানালেন না পেলে

করোনাভাইরাসের টিকা নিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার পেলে। দেশটিতে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরুর প্রায় ছয় সপ্তাহ পর মঙ্গলবার (২ মার্চ) টিকা গ্রহণ করেন ৮০ বছর বয়সী এ কিংবদন্তী।
টিকা গ্রহণের পর ইনস্টাগ্রামে পেলে লেখেন, আজকের দিনটি ভোলার মতো নয়। আমি টিকা নিয়েছি।
'মহামারি এখনো শেষ হয়ে যায়নি। আমাদের সবাইকে অবশ্যই শৃঙ্খলার মধ্যে থাকা উচিৎ। কারণ, এখনো সবাই ভ্যাকসিন পায়নি। আমরা একে অপরের কথা ভাবলে এবং পরস্পরকে সহযোগিতা করলে এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব হবে।' লিখেছেন পেলে।
ওই পোস্টে একটি ছবিও দিয়েছেন, যাতে দেখা যাচ্ছে- টিকা নেয়ার পর মুখে মাস্ক পরিহিত অবস্থায় ‘থাম্বস-আপ’ দেখাচ্ছেন পেলে।
চীনা সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পেলে কোন টিকা নিয়েছেন এবং প্রথম ডোজ নাকি দ্বিতীয় ডোজ নিয়েছেন সে বিষয়ে জানা যায়নি।
পেলের প্রেস টিমের কাছে সংবাদমাধ্যমকর্মীরা এসব বিষয়ে জানতে চেয়েছিলেন। কিন্তু তারা কোনো উত্তর দেননি।
ব্রাজিলের জেতা পাঁচটি বিশ্বকাপের তিনটিতেই খেলেছেন কালোমানিক খ্যাত পেলে। ১৯৫৮ সালে সুইডেনে, ১৯৬২ সালে চিলিতে এবং ১৯৭০ সালে মেক্সিকোতে ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। ফুটবলের ইতিহাসে তিনটি বিশ্বকাপ জেতা একমাত্র খেলোয়াড়ও পেলেই।