নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের নেতৃত্বে মেহরীন-অনিক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের ১২ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী যাহরা বাতুল মেহরীন এবং সাধারণ সম্পাদক হিসেবে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক চন্দ্র কর দায়িত্ব পেয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে এক সাংস্কৃতিক আয়োজন ‘নেক্সট রিদম’-এর শেষে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে হৃদিকা ত্রিপুরা ডানা, ইভেন্ট ম্যানেজার হিসেবে তানবীর ইসলাম রানা, জয়েন্ট ইভেন্ট ম্যানেজার হৃদি চিরন, কোষাধ্যক্ষ আফিয়া জাহিন ঊষা, ফ্লোর ম্যানেজার ফারহানা খানম বৃষ্টি, জয়েন্ট ফ্লোর ম্যানেজার সুস্মিতা রায়, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার হিসেবে লামিয়া সালসাবিন লিয়া, প্রোডাকশন ম্যানেজার হিসেবে রিয়া মুনতাহা ও প্রতিচী মণ্ডল এবং কোরিওগ্রাফির দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার রনি।
নবগঠিত কমিটির সভাপতি যাহরা বাতুল মেহরীন বলেন, নাচ শুধু বিনোদনের প্রকাশ নয়, এটি আবেগ আর আমাদের সত্তার পরিচয়। নাচ আমাদের আত্মপ্রকাশ, দলগত সহযোগিতা আর শিল্পের সৌন্দর্যকে অনুভব করা শেখায়। আমাদের লক্ষ্য এই প্রতিভাকে আরও বিকশিত করা এবং প্রতিষ্ঠানের সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। ডান্স ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা আসলে অনেক বড় পাওয়া। সবার ভালোবাসা ও সহযোগিতায় এগিয়ে যেতে চাই।
নতুন কমিটির সাধারণ সম্পাদক অনিক চন্দ্র কর বলেন, ডান্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করা আমার জন্য বিশেষ সম্মানের বিষয়। আমাদের ক্লাব সবসময় নৃত্যের মাধ্যমে শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে কাজ করে আসছে। নবগঠিত কমিটির মাধ্যমে আমরা এই ঐতিহ্যকে আরও গতিশীল ও পেশাদারভাবে এগিয়ে নিতে চাই।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: