• NEWS PORTAL

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

প্রত্যেক ক্রিকেটারকে মোটা অঙ্কের অর্থ জরিমানা

প্রকাশিত: ১৯:০০, ২০ নভেম্বর ২০২১

আপডেট: ১৯:৩৩, ২১ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
প্রত্যেক ক্রিকেটারকে মোটা অঙ্কের অর্থ জরিমানা

ছবি: টুইটার

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজ ছিলো ঘুরে দাঁড়ানোর সুযোগ। কিন্তু দুই টি-২০ ম্যাচেই জয় তুলে নিয়েছে পাকিস্তান। নিশ্চিত করেছে সিরিজ।

শনিবার (২০ নভেম্বর) ৮ উইকেটের বিশাল হারে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সংগে প্রতি ক্রিকেটার খেয়েছেন ৪০ হাজার টাকা করে জরিমানা। তবে জরিমানা দ্বিতীয় ম্যাচের জন্য নয়। প্রথম ম্যাচের জন্য।

আরও পড়ুন:
বাড়িতে বাবার মৃতদেহ রেখে পরীক্ষা দিলো মেয়ে 
দল গোছানোর নামে আরো ভাঙন

ক্ষমা চেয়ে পার পেলেন না আফ্রিদি, মিললো সাজা

প্রথম টি-২০ ম্যাচে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারায় বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। শনিবার আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের প্রতি ক্রিকেটার একটি টি-২০ খেলার জন্য দুই লাখ টাকা ম্যাচ ফি পান। সেই হিসেবে সকলের ৪০ হাজার টাকা করে কাটা গেলো।

ওই ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করতে পারে মাহমুদুল্লাহ’র দল। সেজন্য মাঠে থাকা দুই আম্পায়ার এবং থার্ড ও ফোর্থ আম্পায়ারের অভিযোগের প্রেক্ষিতে জরিমানা করা হলো টাইগার ক্রিকেটারদের।

বিভি/এসএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2