• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

রোনালদোকে ছাড়াই পর্তুগালের বড় জয়

প্রকাশিত: ১৭:৪২, ২২ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
রোনালদোকে ছাড়াই পর্তুগালের বড় জয়

চার মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরলেও পর্তুগালের পারফরমেন্সে মরচে পড়েনি একটুও। বৃহস্পতিবার দেশের মাটিতে সুইডেনের বিপক্ষে ৫-২'এ জয়োৎসব করে রবার্তো মার্তিনেসের দল। এই ইতালিয়ান কোচ দায়িত্ব নেওয়ার পর ১১ ম্যাচের সবকটিই জিতলো পর্তুগাল। এই ম্যাচে ছিল না রোনালদোও।

হয়তো প্রীতি ম্যাচ বলেই ক্রিশ্চিয়ানো রোনালদোসহ নিয়মিত খেলোয়াড়দের আরও কয়েকজনকে বিশ্রাম দেন পর্তুগাল কোচ। তারপরও চেনা আঙ্গিনায় শুরু থেকেই সুইডেনের বিপক্ষে ছড়ি ঘোরায় স্বাগতিকরা। ২৪ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। বের্নার্দো সিলভার শট পোস্টে লাগার পর ফিরতি বল জালে পাঠান এসি মিলান ফরোয়ার্ড রাফায়েল লেয়াও। 

প্রথমার্ধে আরও দু'বার সুইডেনের জালে বল পাঠায় পর্তুগাল। ৩৩ মিনিটে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ম্যাথেউস নুনেস ব্যবধান দ্বিগুন করার পর ৪৫ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস স্কোরলাইন ৩-০ করেন। জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর মূল পর্বে উঠতে ব্যর্থ সুইডিশদের বিপক্ষে দ্বিতীয়ার্ধেও একইভাবে খেলতে থাকে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা। 

লেয়াওয়ের বদলি নামা ব্রুমা ৫৭ মিনিটে দলকে চতুর্থ গোল উপহার দেওয়ার পরের মিনিটে ব্যবধান কমান সুইডেনের ভিক্তর ইয়োকেস। দুই মিনিট পর গনসালো রামোস চার গোলের লিড পুনরুদ্ধার করেন। ৯০ মিনিটে সুইডেনের নেইলসন গোল করে হারের ব্যবধান কমান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2