• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ

বাছাইপর্বের আগেই বাদ পড়লো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত: ২৩:১৪, ১২ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
বাছাইপর্বের আগেই বাদ পড়লো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

কদিন আগেই দক্ষিণ এশিয়ার সেরা হিসেবে সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন সেই দল এবার এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বেও যেতে পারলো না। বাছাইয়ের প্রথম ধাপেই ছিটকে গেল শামসুন্নাহাররা।

প্রাক-বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও ইরানের কাছে হেরে বাদ পড়েছে  গোলাম রব্বানী ছোটনের দল। ফরোয়ার্ড শামসুন্নাহারের অভাব পূরণ করতে পারলেন না আকলিমা খাতুন, আইরিন খাতুনরা। উল্টো শেষ দিকে গোল হজম করল বাংলাদেশ। 

রবিবার (১২ মার্চ) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে থামল লাল-সবুজ জার্সিধারীরা।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের সেরা দল হয়ে দ্বিতীয় ধাপে উঠল ইরান। তুর্কমেনিস্তানকে ৭-১ গোলে উড়িয়ে আসর শুরু করেছিল তারা।

বিভি/এজেড

মন্তব্য করুন: